জাগোনারী জরুরী দরপত্র বিজ্ঞপ্তি
জাগোনারী জরুরী দরপত্র বিজ্ঞপ্তি
বেসরকারি সংস্থা জাগোনারী বাংলাদেশের বিভিন্ন এলাকায় দাতা সংস্থার সহযোগিতায় একাধিক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার, পটুয়াখালী সদর উপজেলা ও কলাপাড়া উপজেলায় Save the Children এর সহযোগিতায় জাগোনারী বাস্তাবায়িত Child Centered Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh (CCAA) শীর্ষক প্রকল্পের আওতায় এক বছরের জন্য রান্না ও স্ন্যাকস জাতীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ক্রয়রে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট থেকে দরপত্র আহবান করা যাচ্ছে।
টেন্ডার সিডিউল, আবেদনের নমুনা ফরম এবং খাদ্য তালিকা নিচের লিংক থেকে সংগ্রহ করা যাবে।
১. এই লিংকে প্রবেশ করে টেন্ডার সিডিউল সংগ্রহ করুন।
২. এই লিংকে প্রবেশ করে আবেদনের নমুনা ফরম সংগ্রহ করুন।
৩. এই লিংকে প্রবেশ করে খাদ্য তালিকা সংগ্রহ করুন।
বি: দ্র: জাগোনারী কোন কারন দর্শানো ব্যতিত উক্ত বিজ্ঞপ্তি/দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Published on: Friday, 15 August 2025, 06:53 pm ▪ Total View of this Page: 231